সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে কেন লাভবান হবেন?

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে কেন লাভবান হবেন

গাড়ি কেনার অনুভূতি সবসময়ই সুন্দর। কিন্তু এই গাড়ি কেনার প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। যেমন, আপনি কি একটি নতুন গাড়ি কিনবেন নাকি ব্যবহৃত গাড়ি কিনবেন, বাজেট কেমন হবে ইত্যাদি। আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি কিনতে চান, তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা আপনার জন্য ভালো অপশন হতে পারে। কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আমাদের সবার মধ্যেই কিছু সন্দেহ থাকে। তাই আপনার সন্দেহ দূর করতে চলুন জেনে নেওয়া যাক, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে কেন লাভবান হবেন?       

সামর্থ্য

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে ইতিবাচক দিক হলো, আপনি আপনার সামর্থ্যের মধ্যেই একটি ভালো মানের গাড়ি পেয়ে যাবেন। বাংলাদেশে এবং সারা বিশ্বে নতুন গাড়ি কেনার চেয়ে ব্যবহৃত গাড়ি কেনাই বেশি সাশ্রয়ী এবং লাভজনক। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সীমিত বাজেট অনুযায়ী একটি নতুন গাড়ি খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে, তাই এর বিকল্প হিসেবে সামর্থ্য অনুযায়ী সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই ভালো উপায় হতে পারে।

একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার মাধ্যমে আপনার অনেক মোটা অঙ্কের খরচ নানানভাবে বেঁচে যেতে পারে। স্টিকার প্রাইসের কথাই ধরা যাক, নতুন গাড়ির চেয়ে ব্যবহৃত গাড়ির স্টিকার প্রাইস অনেক কম হবে। এ তো কেবল শুরু, এছাড়াও সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আরো অনেক উপকারিতা রয়েছে।

তাছাড়া শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই প্রথম পছন্দ হয়ে উঠছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। ক্রেডিট রিপোর্টিং কোম্পানি, দি এক্সপেরিয়ান-এর মতে, যুক্তরাষ্ট্রে একটি ব্যবহৃত গাড়ির গড় মাসিক ব্যয় হলো ৪৬৫ মার্কিন ডলার, যেখানে একটি নতুন গাড়ির ব্যয় এক মাসে গড়ে ৬০৯ মার্কিন ডলার৷ সুতরাং, একটি ব্যবহৃত গাড়ি কিনলে প্রতি মাসে আপনার সাড়ে আট হাজার টাকার বেশি সাশ্রয় হতে পারে।

কম অবচয়

একটি নতুন গাড়ি প্রতি মাসে অন্যান্য সম্পদের মতো তার মূল্য হারাতে থাকে, যাকে অবচয় বলা হয়। কিন্তু বেশিরভাগ ক্রেতাই জানেন না যে নতুন গাড়িগুলো প্রথম বছর থেকেই মূল্য হারাতে থাকে। এই অবচয় হার কখনও কখনও ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। ব্যবহৃত গাড়ি কেনার মাধ্যমে এই অবচয় হার কমে যেতে পারে। কারণ অবচয় প্রথম বছরের পরে অনেক ধীর হয়ে যায়। তাই ২ বা ৩ বছর পরেও, আপনি আপনার কেনা সেকেন্ড হ্যান্ড গাড়িটি প্রায় একই মূল্যে বিক্রি করতে পারবেন, যদি আপনি এটিকে ভালো অবস্থায় রাখতে পারেন।

কম বীমা খরচ

সেকেন্ড হ্যান্ড গাড়ির বীমা খরচ নতুন গাড়ির চেয়ে কম, যা হয়তো অনেকের কাছেই অজানা। সুতরাং, স্টিকার প্রাইসের সঞ্চয় ছাড়াও, বীমা খরচের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত গাড়ি কেনার উল্লেখযোগ্য পরিমাণে মাসিক সঞ্চয় রয়েছে।

যেহেতু প্রদেয় মোটর বীমা গাড়ির বাজার মূল্যের উপর ভিত্তি করে গণনা করা হয়, সেহেতু একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির বীমা খরচ কম হওয়াই স্বাভাবিক।

ওয়ারেন্টি

সাধারণত, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় ক্রেতার সবচেয়ে বেশি উদ্বেগ থাকে ওয়ারেন্টি নিয়ে। অনেক সময় এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির ওয়ারেন্টি প্রস্তুতকারকের অধীনে থাকতে পারে। যেহেতু বেশিরভাগ নতুন গাড়ির ক্রেতারা গাড়ি কেনার সময় তাদের ওয়ারেন্টি ৫ বছর পর্যন্ত বাড়িয়ে নেন, তাই আপনি যদি ৫ বছরের কম ব্যবহৃত কোনো গাড়ি খুঁজে পান, তাহলে আপনি সেই সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটি ওয়ারেন্টিও পেয়ে যেতে পারেন৷

যদি বর্ধিত ওয়ারেন্টির সুবিধা নিতে না পারেন তবে চিন্তার কিছু নেই। আপনি চাইলে bhalogari.com-এর মতো দেশ সেরা অটোমোটিভ মার্কেটপ্লেসের সাহায্য নিতে পারেন। গাড়ি কেনা-বেচার সেরা প্ল্যাটফর্ম হিসেবে bhalogari.com আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য বিভিন্ন ধরনের ওয়ারেন্টি প্রদানের সম্ভাবনা তৈরি করে।  আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির বর্ধিত ওয়ারেন্টি, গাড়ি ক্রয়ে কিছু নিশ্চয়তা যোগ করার একটি অন্যতম উপায়।

আপনি যদি কোনো কোম্পানির মালিকানাধীন সেকেন্ড হ্যান্ড গাড়ির আউটলেট থেকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করেন তাহলেও ওয়ারেন্টি পাওয়ার উপায় রয়েছে৷ কিন্তু মনে রাখবেন যে, এই ধরনের ওয়ারেন্টির একটি নির্দিষ্ট সীমা আছে এবং নির্দিষ্ট কিছু মাইল পর্যন্ত ওয়ারেন্টি কার্যকর থাকে।

হিডেন ফি নিয়ে কোনো মাথাব্যথা নেই

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আরেকটি স্বস্তির ব্যাপার হলো, আপনাকে হিডেন ফি নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। অতিরিক্ত খরচ, যেমন শিপিং ফি, রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স এবং অন্যান্য চার্জ নতুন গাড়ি ক্রয়ের সময় পরিশোধ করতে হয়, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে কোনো অতিরিক্ত খরচ জড়িত নেই। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়, আপনি শুধুমাত্র গাড়ির মূল্য প্রদান করেই নিশ্চিন্ত থাকতে পারবেন।

সেকেন্ড হ্যান্ড গাড়িতে হয়তো আপনি আপনার পছন্দ অনুযায়ী সমস্ত বৈশিষ্ট্য নাও পেতে পারেন, তবে এটি অবশ্যই আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে বাঁচাবে।

প্রচুর অপশনে সমৃদ্ধ বাজার

নতুন গাড়ি কেনার সময় হয়তো আপনি অসংখ্য মডেল থেকে বেছে পছন্দ অনুযায়ী গাড়ি কিনতে পারবেন, কিন্তু ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে বাহারি মডেলের গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আপনি চাইলে অনেকগুলো অপশন যাচাই করে আপনার স্বপ্নের গাড়িটি কিনতে পারবেন সহজেই।

যেমন ধরুন, আপনার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে টয়োটা করোলার একটি নির্দিষ্ট মডেলের গাড়ি। কিন্তু কিছুদিন পরে টয়োটা শোরুমে ওই মডেলের গাড়িটি আর খুঁজে নাও পেতে পারেন। তবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে আপনি আপনার পছন্দের মডেলটি খুঁজে পেয়ে যেতে পারেন অনায়াসেই।

পছন্দের গাড়ি খুঁজে নিন ভালোগাড়ির বিশাল সংগ্রহ থেকে

এখন যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সকল সুবিধা সম্পর্কে অবগত, তাহলে আর দেরি কেন? Bhalogari.com থেকে আজই বেছে নিন আপনার পছন্দের গাড়িটি। কেননা bhalogari.com-এর রয়েছে এক সুবিশাল সেকেন্ড হ্যান্ড গাড়ির সংগ্রহ। bhalogari.com-এর উন্নত সার্চ টুলস থেকে আপনার পছন্দের মডেলের গাড়িটি খুঁজে নিতে পারেন মুহূর্তেই। এখানে আপনি কেবল আপনার বাজেট সহায়ক গাড়িই খুঁজে পাবেন না, পাশাপাশি পুরানো গাড়ি কেনার সম্পূর্ণ গাইডলাইনও পেয়ে যাবেন।

পুরানো গাড়ি কেনার সম্পূর্ণ গাইডলাইন পেতে পড়ুন “পুরানো গাড়ি কেনার যাবতীয় তথ্য”। সেকেন্ড হ্যান্ড গাড়ির সুবিধা যেমন শুধুমাত্র অর্থ সাশ্রয়েই সীমাবদ্ধ নয়, ঠিক তেমনি পুরানো গাড়ি কেনাও দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। এরপর যখনই একটি গাড়ি কেনার কথা ভাববেন, নিজের কষ্টার্জিত অর্থ অযথা নতুন গাড়ির পেছনে না ঢেলে বরং সাশ্রয়ী মূল্যে ভালো মানের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবুন। আর আপনার গাড়ি কেনার সহযোগী যখন bhalogari.com তখন তো আর কোনো চিন্তাই নেই। bhalogari.com দায়িত্বসহকারে আপনাকে আপনার স্বপ্নের গাড়ির কাছে পৌঁছে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top